Skip to main content

Welftion Human Welfare Association

 [ ] হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু।


[ ] সূরাঃ নিসা [4:29]

[ ] 

[ ] يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَأْكُلُوٓا۟ أَمْوَٰلَكُم بَيْنَكُم بِٱلْبَٰطِلِ إِلَّآ أَن تَكُونَ تِجَٰرَةً عَن تَرَاضٍ مِّنكُمْ وَلَا تَقْتُلُوٓا۟ أَنفُسَكُمْ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا

[ ] 

[ ] ইয়াআইয়ূহাল্লাযীনা আ-মানূলা-তা’কুলূ আমওয়া-লুকুম বাইনাকুম বিলবা-তিলি ইল্লাআন তাকূনা তিজা-রাতান ‘আন তারা-দিম মিনকুম ওয়ালা-তাকতুলূআনফুছাকুম ইন্নাল্লা-হা কা-না বিকুম রাহীমা।

[ ] 


[ ] O ye who believe! Eat not up your property among yourselves in vanities: But let there be amongst you Traffic and trade by mutual good-will: Nor kill (or destroy) yourselves: for verily Allah hath been to you Most Merciful!

সূরাঃ নিসা [4:30]


#শর্তাবলীঃ

#শর্ত :


• ভালো যে কোনো কাজ করা যাবে এবং খারাপ যে কোনো কাজ থেকে বিরত থাকতে হবে। 

• ইসলাম দ্বি-পন্থী, এবং রাষ্ট্রীয় আইন বিরুদ্ধী কোনো কাজ করা যাবে না।

• উদ্ধতন কর্মকর্তাদের প্রতি অনুগত থাকতে হবে। 

• আল্লাহ্ হারাম বা নিষেধ করা যে কোনো কিছু কোনো ভাবেই করা যাবে না।

• কোনো অবস্থাতেই আল্লাহ্ হুকুম অমান্য করা যাবে না।

• অন্য যে কোনো ব্যাক্তিগত কাজের থেকে সংগঠনের কাজকে বেশি গুরুত্ব দিতে হবে।

• অবশ্যই দায়িত্বশীল থাকতে হবে।

"আল্লাহ্ ক্ষমাশীল "


#লক্ষ_উদ্দেশ্য "

• বিশ্বের কল্যাণকামী দল & ব্যক্তিদের একত্রিত করা। 

• সততা ও কল্যাণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা। 

• স্ব স্ব এলাকায় শিক্ষা সচেতনতা, বেকারত্ব দূরীকরণ, আর্থ-সামাজিক উন্নয়ন, ক্রিয়া , সাংস্কৃতিক পরিবেশ, আত্ম-কর্মসংস্থান, মানবাধিকার এবং সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠাসহ পারষ্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের সেতু স্থাপন । বিভিন্ন কর্মসূচি গ্রহনের মাধ্যমে তা বাস্তবায়ন করা।

• মানবকল্যাণে অংশগ্রহণ ও কল্যাণমূলক কার্যকলাপে সাহায্য সহযোগিতায় অংশগ্রহণ ও সকল কল্যাণ কামী দল এবং সৎ ও নিষ্ঠাবান ব্যাক্তিদের একত্রিত করে সার্বিক ভাবে কল্যাণ সাধিত করা।

• কল্যাণকামী হতে মানুষকে উৎসাহিত করা।


#শর্ত : ভালো কাজ ছাড়া যে কোনো প্রকার খারাপ কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। 


[ ] সুস্থ মস্তিষ্কের যে কেউ আবেদন করতে পারবে।

[ ] ওয়েলফশন কতৃপক্ষ যাচাই ও পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে থাকবে।

[ ] ইসলাম দিপন্থি, রাষ্ট্রিয় আইন বিরুদ্ধি, কোনো কাজে অভিযুক্ত হলে ওয়েলফশণ যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা মেনে নিতে বাধ্য। 


[ ] আমি.............. এই মর্মে নিশ্চিত করিতেছি যে উপরের প্রদত্ত সকল তথ্য সঠিক ও পূর্ণাঙ্গ, এবং আমার জানা মতে কোনো তথ্য আমি গোপন করিনি। কোনো ধরনের ভুল তথ্য এবং কাগজপত্র প্রদানের জন্য আমি আইনগত ভাবে দায়ী থাকিব। ওয়েলফশন সেবা এবং সদস্য প্রাপ্তির জন্য উল্লেখিত সকল শর্তাবলী আমি পড়েছি, বুঝেছি এবং নিজ ইচ্ছায় সুস্থ মস্তিষ্কে মনে চলার অঙ্গীকার করছি। তাই অনুগ্রহ পূর্বক ওয়েলফশনের সদস্য হিসেবে আমার নাম তালিকাভুক্ত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি। ওয়েলফশনের যাবতীয় নীতিমালা মানিয়া চলিব ও ভবিষ্যতে নতুন নীতিমালা প্রনয়ন বা সংশোধন হইলে আমি তাহা মানিয়া চলিতে বাধ্য থাকিব। সকল নিয়মাবলী পড়িয়া বুঝিয়া স্ব- জ্ঞান, স্ব - ইচ্ছায় নিম্নে সাক্ষর করিলাম।


★★★

হে মানব সন্তান তোমরা জেনে রাখ আল্লাহ্ই হল একমাত্র হুকুম দাতা। আর এখানে আসা প্রত্যেকের লক্ষ & উদ্দেশ্য হল আল্লাহ্ হুকুম বাস্তবায়ন করা। তাই নিজের খেয়াল খুশির অনুসরণ করো না।


#আল্লাহ্_বলেন,


সূরাঃ আশ-শূরা [42:9]


أَمِ ٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ أَوْلِيَآءَ فَٱللَّهُ هُوَ ٱلْوَلِىُّ وَهُوَ يُحْىِ ٱلْمَوْتَىٰ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ


আমিত্তাখাযূমিন দূ নিহীআওলিয়াআ ফাল্লা-হু হুওয়াল ওয়ালিইয়ুওয়া হুওয়া ইউহয়িল মাওতা- ওয়া হুওয়া ‘আলা-কুল্লি শাইয়িন কাদীর।


[ ] 4 তারা কি আল্লাহ ব্যতীত অপরকে অভিভাবক স্থির করেছে? পরন্তু আল্লাহই তো একমাত্র অভিভাবক। তিনি মৃতদেরকে জীবিত করেন। তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান।

What! Have they taken (for worship) protectors besides Him? But it is Allah,- He is the Protector, and it is He Who gives life to the dead: It is He Who has power over all things,


মহান রাব্বুল আলামিন ইরশাদ করেন, ‘হে মুমিনগণ! তোমারা আল্লাহর রজ্জুকে (ইসলাম) আঁকড়ে ধর (ঐক্যবদ্ধ হও) এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।’ -সূরা আল ইমরান: ১০৩


সূরাঃ সোয়াদ [38:26]


يَٰدَاوُۥدُ إِنَّا جَعَلْنَٰكَ خَلِيفَةً فِى ٱلْأَرْضِ فَٱحْكُم بَيْنَ ٱلنَّاسِ بِٱلْحَقِّ وَلَا تَتَّبِعِ ٱلْهَوَىٰ فَيُضِلَّكَ عَن سَبِيلِ ٱللَّهِ إِنَّ ٱلَّذِينَ يَضِلُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌۢ بِمَا نَسُوا۟ يَوْمَ ٱلْحِسَابِ


ইয়া-দা-ঊদুইন্না-জা‘আলনা-কা খালীফাতান ফিল আরদিফাহকুম বাইনান্না-ছি বিলহাক্কি ওয়ালা-তাত্তাবি‘ইল হাওয়া-ফাইউদিল্লাকা ‘আন ছাবীলিল্লা-হি ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা ‘আন ছাবীলিল্লা-হি লাহুম ‘আযা-বুন শাদীদুম বিমা-নাছূইয়াওমাল হিছা-ব।


হে দাউদ! আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব, তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব কর এবং খেয়াল-খুশীর অনুসরণ করো না। তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়, তাদের জন্যে রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে, তারা হিসাবদিবসকে ভূলে যায়।

O David! We did indeed make thee a vicegerent on earth: so judge thou between men in truth (and justice): Nor follow thou the lusts (of thy heart), for they will mislead thee from the Path of Allah: for those who wander astray from the Path of Allah, is a Penalty Grievous, for that they forget the Day of Account.


সূরাঃ আল-ইমরান [3:114]


يُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِ وَيَأْمُرُونَ بِٱلْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ ٱلْمُنكَرِ وَيُسَٰرِعُونَ فِى ٱلْخَيْرَٰتِ وَأُو۟لَٰٓئِكَ مِنَ ٱلصَّٰلِحِينَ


ইউ’মিনূনা বিল্লা-হি ওয়াল ইয়াওমিল আ-খিরি ওয়া ইয়া’মুরূনা বিলমা‘রূফি ওয়াইয়ানহাওনা ‘আনিল মুনকারি ওয়া ইউছা-রি‘ঊনা ফিল খাইরা-তি ওয়া উলাইকা মিনাসসা-লিহীন।


তারা আল্লাহর প্রতি ও কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখে এবং কল্যাণকর বিষয়ের নির্দেশ দেয়; অকল্যাণ থেকে বারণ করে এবং সৎকাজের জন্য সাধ্যমত চেষ্টা করতে থাকে। আর এরাই হল সৎকর্মশীল।

They believe in Allah and the Last Day; they enjoin what is right, and forbid what is wrong; and they hasten (in emulation) in (all) good works: They are in the ranks of the righteous.


সূরাঃ নিসা [4:14]


وَمَن يَعْصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَتَعَدَّ حُدُودَهُۥ يُدْخِلْهُ نَارًا خَٰلِدًا فِيهَا وَلَهُۥ عَذَابٌ مُّهِينٌ


ওয়ামাইঁ ইয়া‘সিল্লা-হা ওয়ারাছূলাহু ওয়াইয়াতা‘আদ্দা হুদূদাহু ইউদখিলহু না-রান খা-লিদান ফীহা- ওয়ালাহু ‘আযা-বুম মুহীন।


যে কেউ আল্লাহ ও রসূলের অবাধ্যতা করে এবং তার সীমা অতিক্রম করে তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন। সে সেখানে চিরকাল থাকবে। তার জন্যে রয়েছে অপমানজনক শাস্তি।

But those who disobey Allah and His Messenger and transgress His limits will be admitted to a Fire, to abide therein: And they shall have a humiliating punishment.





















Welftion Human Welfare Association

Welftion Human Welfare Association || ওয়েলফশন মানবকল্যাণ সংঘ  #ওয়েলফশন #Welftion   Flag

Welftion Human Welfare Association || ওয়েলফশন মানবকল্যাণ সংঘ  #ওয়েলফশন #Welftion   বেনার


Welftion Human Welfare Association || ওয়েলফশন মানবকল্যাণ সংঘ  #ওয়েলফশন #Welftion   #Benar

Welftion Human Welfare Association || ওয়েলফশন মানবকল্যাণ সংঘ  #ওয়েলফশন #Welftion   CEO

Welftion Human Welfare Association || ওয়েলফশন মানবকল্যাণ সংঘ  #ওয়েলফশন #Welftion   Benar

Welftion Human Welfare Association || ওয়েলফশন মানবকল্যাণ সংঘ  #ওয়েলফশন #Welftion   #Register

Welftion Human Welfare Association || ওয়েলফশন মানবকল্যাণ সংঘ  #ওয়েলফশন #Welftion   #stikar

Welftion Human Welfare Association || ওয়েলফশন মানবকল্যাণ সংঘ  #ওয়েলফশন #Welftion   #Stikar

Welftion Human Welfare Association || ওয়েলফশন মানবকল্যাণ সংঘ  #ওয়েলফশন #Welftion   #ওয়েলফশন

Welftion Human Welfare Association || ওয়েলফশন মানবকল্যাণ সংঘ  #ওয়েলফশন #Welftion   #Logo+

Welftion Human Welfare Association || ওয়েলফশন মানবকল্যাণ সংঘ  #ওয়েলফশন #Welftion   ওয়েলফশন ইলমেদ্বীনশিক্ষা

Welftion Human Welfare Association || ওয়েলফশন মানবকল্যাণ সংঘ  #ওয়েলফশন #Welftion

Welftion Human Welfare Association || ওয়েলফশন মানবকল্যাণ সংঘ  #ওয়েলফশন #Welftion

Welftion Human Welfare Association || ওয়েলফশন মানবকল্যাণ সংঘ  #ওয়েলফশন #Welftion   #Stikar

Welftion Human Welfare Association || ওয়েলফশন মানবকল্যাণ সংঘ  #ওয়েলফশন #Welftion   #Stikar

Welftion Human Welfare Association || ওয়েলফশন মানবকল্যাণ সংঘ  #ওয়েলফশন #Welftion  



Welftion Human Welfare Association || ওয়েলফশন মানবকল্যাণ সংঘ  #ওয়েলফশন #Welftion   


Comments

Popular posts from this blog

WELFTION Human Welfare Association ঘোষণা ওয়েলফশন মানবকল্যাণ সংঘ জনসম্পৃক্ততামূলক সকল অনুষ্ঠান স্থগিত

প্রিয় সবাই,  প্রাণপ্রিয় ওয়েলফশন মানবকল্যাণ সংঘ সদস্য ভাইয়েরা আমার।  আশাকরি সবাই সুস্থ আছেন। বাংলাদেশসহ বিশ্বব্যাপী কোভিড-১৯ করোনাভাইরাস মহামারির প্রভাব এবং এর ঘটনাক্রমের উপর আমরা ওয়েলফশন মানবকল্যাণ সংঘ থেকেও নজর রাখছিলাম।  এরই ধারাবাহিকতায় ৭মার্চ ওয়েলফশন সম্প্রদায়ের সদস্যগণের সুস্বাস্থ্য ও সুরক্ষার কথা বিবেচনা করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ওয়েলফশন মানবকল্যাণ সংঘ এবং এর অধীন আঞ্চলিক সম্প্রদায়সমূহের ওয়েলফশন সংশ্লিষ্ট সকল অফলাইন কার্যক্রম (মিটআপ, কর্মশালা, সেমিনার, সম্মেলন) এবং জনসমাগম হয় এমন সকল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।  ঘোষণাটি আমাদের ব্লগসাইটেও প্রকাশ করা হয়েছে: https://welftion-manobkolyansangha.blogspot.com/2020/04/welftion-human-welfare-association.html    সবার সুস্বাস্থ্য কামনা করছি।  ~ ধন্যবাদ  ওয়েলফশন বোর্ডের পক্ষ থেকে , তৌফিক সুলতান

ওয়েলফশন প্রতিবাদ সমাজের নির্বোধ মানুষদের প্রতি

 আপনি যাদের কথা বলছেন তারা কি আমার রবের আল্লাহ্ থেকেও বেশি শক্তিশালী নাকি ক্ষমতাবান।  নাকি আপনি আমার আল্লাহ্ উপর ভরসা করতে পারছেন না। এই সিদ্ধান্ত আমি একা একা কিভাবে দিব এটার সাথে যারা যুক্ত আছে তাদের ও ত কথা থাকতে পারে। আর আমি শুনলাম পুলিশ আর ডিবি নাকি দাঁড়ি আছে এমন লোকদের দরে নিয়ে যাচ্ছে। তাহলে যাদের দাঁড়ি আছে তাদের দাঁড়ি কেটে দেন। আর হা শার্ট পেন্ট পরা থাকলে বেঁচে যেতে পারেন পারলে গলায় একটা দড়ি ও ঝোলাতে পারেন। আমি আপনার বিষয় টি বুঝতে পারছি, আপনি জানেন কিভাবে আমরা এখানে এসেছি তাই যদি আপনার বেনার খোলার প্রয়োজন হত তবে সবাইকে জানিয়ে-ই খোলা উচিৎ ছিল না হয় আমাদের বদনাম হবে -ত কারণ এখানে বেনার ছিল এখন নেই এটা অনেকের প্রশ্ন হতে পারে আমরা হতে পরি হাসির পাত্র। প্রশ্ন কর্তাদের কি উত্তর দিব আমরা আপনি বলছেন আমরা যা করতাম বা করেছি তা ভালো করেছি কিন্তু কিছু মানুষ তা বুঝতে পারছে না তাহলে তারা কি আমাদের কথা বুঝবে তারা কি আমাদের বদনাম করবে না। কেউ একজন বলো চিলে কান নিয়ে গেছে তাই বলে কি আপনি কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়দিবেন একটু ভেবে বলুন। আপনারা যদি এমন করেন তবে আমরা ক...