Skip to main content

Posts

Showing posts from September, 2020

ওয়েলফশন প্রতিবাদ সমাজের নির্বোধ মানুষদের প্রতি

 আপনি যাদের কথা বলছেন তারা কি আমার রবের আল্লাহ্ থেকেও বেশি শক্তিশালী নাকি ক্ষমতাবান।  নাকি আপনি আমার আল্লাহ্ উপর ভরসা করতে পারছেন না। এই সিদ্ধান্ত আমি একা একা কিভাবে দিব এটার সাথে যারা যুক্ত আছে তাদের ও ত কথা থাকতে পারে। আর আমি শুনলাম পুলিশ আর ডিবি নাকি দাঁড়ি আছে এমন লোকদের দরে নিয়ে যাচ্ছে। তাহলে যাদের দাঁড়ি আছে তাদের দাঁড়ি কেটে দেন। আর হা শার্ট পেন্ট পরা থাকলে বেঁচে যেতে পারেন পারলে গলায় একটা দড়ি ও ঝোলাতে পারেন। আমি আপনার বিষয় টি বুঝতে পারছি, আপনি জানেন কিভাবে আমরা এখানে এসেছি তাই যদি আপনার বেনার খোলার প্রয়োজন হত তবে সবাইকে জানিয়ে-ই খোলা উচিৎ ছিল না হয় আমাদের বদনাম হবে -ত কারণ এখানে বেনার ছিল এখন নেই এটা অনেকের প্রশ্ন হতে পারে আমরা হতে পরি হাসির পাত্র। প্রশ্ন কর্তাদের কি উত্তর দিব আমরা আপনি বলছেন আমরা যা করতাম বা করেছি তা ভালো করেছি কিন্তু কিছু মানুষ তা বুঝতে পারছে না তাহলে তারা কি আমাদের কথা বুঝবে তারা কি আমাদের বদনাম করবে না। কেউ একজন বলো চিলে কান নিয়ে গেছে তাই বলে কি আপনি কানে হাত না দিয়ে চিলের পিছনে দৌড়দিবেন একটু ভেবে বলুন। আপনারা যদি এমন করেন তবে আমরা ক...

Welftion Human Welfare Association

 [ ] হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু। [ ] সূরাঃ নিসা [4:29] [ ]  [ ] يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَأْكُلُوٓا۟ أَمْوَٰلَكُم بَيْنَكُم بِٱلْبَٰطِلِ إِلَّآ أَن تَكُونَ تِجَٰرَةً عَن تَرَاضٍ مِّنكُمْ وَلَا تَقْتُلُوٓا۟ أَنفُسَكُمْ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا [ ]  [ ] ইয়াআইয়ূহাল্লাযীনা আ-মানূলা-তা’কুলূ আমওয়া-লুকুম বাইনাকুম বিলবা-তিলি ইল্লাআন তাকূনা তিজা-রাতান ‘আন তারা-দিম মিনকুম ওয়ালা-তাকতুলূআনফুছাকুম ইন্নাল্লা-হা কা-না বিকুম রাহীমা। [ ]  [ ] O ye who believe! Eat not up your property among yourselves in vanities: But let there be amongst you Traffic and trade by mutual good-will: Nor kill (or destroy) yourselves: for verily Allah hath been to you Most Merciful! সূরাঃ নিসা [4:30] #শর্তাবলীঃ #শর্ত : • ভালো যে কোনো কাজ করা যাবে এবং খারাপ যে কোনো কাজ থেকে বিরত থাকতে হবে।  •...