Skip to main content

Posts

Showing posts from April, 2020

WELFTION Human Welfare Association ঘোষণা ওয়েলফশন মানবকল্যাণ সংঘ জনসম্পৃক্ততামূলক সকল অনুষ্ঠান স্থগিত

প্রিয় সবাই,  প্রাণপ্রিয় ওয়েলফশন মানবকল্যাণ সংঘ সদস্য ভাইয়েরা আমার।  আশাকরি সবাই সুস্থ আছেন। বাংলাদেশসহ বিশ্বব্যাপী কোভিড-১৯ করোনাভাইরাস মহামারির প্রভাব এবং এর ঘটনাক্রমের উপর আমরা ওয়েলফশন মানবকল্যাণ সংঘ থেকেও নজর রাখছিলাম।  এরই ধারাবাহিকতায় ৭মার্চ ওয়েলফশন সম্প্রদায়ের সদস্যগণের সুস্বাস্থ্য ও সুরক্ষার কথা বিবেচনা করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ওয়েলফশন মানবকল্যাণ সংঘ এবং এর অধীন আঞ্চলিক সম্প্রদায়সমূহের ওয়েলফশন সংশ্লিষ্ট সকল অফলাইন কার্যক্রম (মিটআপ, কর্মশালা, সেমিনার, সম্মেলন) এবং জনসমাগম হয় এমন সকল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।  ঘোষণাটি আমাদের ব্লগসাইটেও প্রকাশ করা হয়েছে: https://welftion-manobkolyansangha.blogspot.com/2020/04/welftion-human-welfare-association.html    সবার সুস্বাস্থ্য কামনা করছি।  ~ ধন্যবাদ  ওয়েলফশন বোর্ডের পক্ষ থেকে , তৌফিক সুলতান